Prajakta Koli: ১৩ বছরের প্রেম শেষে নতুন অধ্যায়ের সূচনা, ফেব্রুয়ারিতেই বিয়ে সারছেন 'মিসম্যাচড' খ্যাত প্রাজক্তা
ফেব্রুয়ারিতেই চারহাত এক হতে চলেছে প্রাজক্তা এবং বৃষঙ্কের। জানা যাচ্ছে, 'মিসম্যাচড' খ্যাত অভিনেত্রী ২৫ ফেব্রুয়ারি বিয়ের সারবেন।
দীর্ঘ প্রেমের অবশেষ পরিণতি। ১৩ বছরের প্রেম এবার ছাদনাতলার দিকে পা বাড়াতে চলেছে। ইউটিউবার তথা অভিনেত্রী প্রাজক্তা কোলি (Prajakta Koli) তাঁর দীর্ঘ দিনের প্রেমিক বৃষঙ্ক খানালের (Vrishank Khanal) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে বাগদান সেরেছিলেন দুটিতে। এবার বিয়ের পালা। ফেব্রুয়ারিতেই চারহাত এক হতে চলেছে প্রাজক্তা এবং বৃষঙ্কের। জানা যাচ্ছে, 'মিসম্যাচড' (Mismatched) খ্যাত অভিনেত্রী ২৫ ফেব্রুয়ারি বিয়ের সারবেন। দুই পরিবার এবং কাছের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের নিয়ে অন্তরঙ্গ অনুষ্ঠানের মধ্যে বিয়ে সারবেন অভিনেত্রী। সদ্যই বৃষঙ্ক তাঁর সোশ্যাল হ্যান্ডেল থেকে পরিবার এবং প্রাজক্তার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। তাতে তিনি লেখেন, 'পরিবার এবং তাঁদের সঙ্গে কাটানো এই ছোট মুহূর্তগুলির জন্য কৃতজ্ঞ'। সেই সঙ্গে বৃষঙ্ক এও ইঙ্গিত দেন, নতুন কিছুর সূচনা হতে চলেছে।
নতুন অধ্যায়ের শুরু...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)