Panchayat Season 4: সচিবজি, প্রধানজি, প্রহ্লাদ চা-দের নিয়ে আসছে পঞ্চায়েত সিজ়ন ৪, ঘোষণা নয়া ভিডিয়োতে দেখুন

Panchayat Season 4 (Photo Credit: Instagram)

পরপর ৩ সিজনের দেদার সাফল্যের পর এবার পঞ্চায়েতের চতুর্থ সিজন (Panchayat Season 4) আসছে। আগামী ২ জুলাই আসছে পঞ্চায়েত সিজন ৪। যার অফিসিয়াল ঘোষণা হল ৩ এপ্রিল। যে ভিডিয়োতে জিতেন্দ্র কুমারের (Jitendra Kumar) সঙ্গে দেখা যায় অভিনেত্রী গিয়া মানেককে (পর্দার গোপী বহু)। অ্যামাজ়ন প্রাইম নিজেদের সোশ্য়াল হ্যান্ডেলে যে ভিডিয়ো পোস্ট করে সেখানে জিতেন্দ্র কুমার, গিয়া মানেকের সঙ্গে দেখা যায় ভূপেন্দ্র যোগী, দর্শন মাকদুমদের মত ইনফ্লুয়েন্সারদের। আাগামী ২ জুলাই পঞ্চায়েত সিজন ৪-এর ঘোষণা করতেই তা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে যে ভিডিয়ো পোস্ট করা হয় অ্যামাজ়ন প্রাইমের তরফে, তা নিয়েও দর্শকদের মধ্যে শুরু হয়ে যায় জোরদার আলোচনা। প্রসঙ্গত ৫ বছর ধরে পঞ্চায়েত সিরিজ় চলছে। আর এই সিরিজ়কে কেন্দ্র করে দর্শকদের মধ্যে যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে, তা হালফিলের কোনও ওয়েব সিরিজ়ে দেখা যায়নি। একটি গ্রামের পঞ্চায়েত, তার প্রধান এবং সচিবজিকে নিয়ে যে গল্পের ঘনঘটা, তা মন কাড়তে শুরু করেছে দর্শককুলের।

আরও পড়ুন: Panchayat Season 3: অবশেষ অপেক্ষার অবসান, আজই পঞ্চায়েত সিজিন ৩ মুক্তি পাচ্ছে, কোথায় কখন দেখবেন? জানুন

দেখুন কোন ভিডিয়ো শেয়ার করা হল অ্যামাজ়ন প্রাইমের তরফে...

 

 

View this post on Instagram

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement