Only Indian Cinema in Variety: 'ভ্যারাইটি'-তে সেরা ১০০ সিনেমায় স্থান পেল সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী'
প্রথম '১০০ গ্রেটেস্ট মুভিজ অফ অল টাইম'-এর তালিকায় একমাত্র ভারতীয় ছবি সত্যজিৎ রায়ের নব্য-বাস্তববাদী ক্লাসিক 'পথের পাঁচালী' (Pather Panchali)।
১১৭ বছরের পুরনো 'ভ্যারাইটি'(Variety) ম্যাগাজিনের প্রথম '১০০ গ্রেটেস্ট মুভিজ অফ অল টাইম'-এর তালিকায় একমাত্র ভারতীয় ছবি সত্যজিৎ রায়ের নব্য-বাস্তববাদী ক্লাসিক 'পথের পাঁচালী' (Pather Panchali)। আলফ্রেড হিচককের (Alfred Hitchcock) মাস্টারপিস, 'সাইকো'(Psycho) (১৯৬০) রয়েছে শীর্ষে, তালিকার বাকী শীর্ষ চার চলচ্চিত্রগুলো হল 'দ্য উইজার্ড অব অজ'(The Wizard of Oz) (১৯৩৯), 'দ্য গডফাদার'(The Godfather) (১৯৭২), 'সিটিজেন কেন'(Citizen Kane) (১৯৪১) এবং 'পাল্প ফিকশন'(Pulp Fiction) (১৯৯৪)। এছাড়াও রয়েছে চার্লি চ্যাপলিনের 'সিটি লাইটস'(Charlie Chaplin's 'City Lights') থেকে 'ক্যাসাব্লাঙ্কা'(Casablanca'), স্টিভেন স্পিলবার্গের 'ই.টি. দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল' (Steven Spielberg's 'E.T. the Extra-Terrestrial') (১৯৮২) দ্বিতীয় 'স্টার ওয়ারস'(Star Wars) মুভি এবং জেমস বন্ড (James Bond) মুভি 'গোল্ডফিঙ্গার'(Goldfinger) (১৯৬৪)।