Kamal Haasan: কর্ণাটকে 'থাগ লাইফ' মুক্তির অনুমতি মিলল না, কমল হাসানকে ক্ষমা চাওয়ার জন্য আরও ২৪ ঘন্টা সময় দিল ফিল্ম চেম্বার
কমল হাসান ক্ষমা না চাইলে 'থাগ লাইফ' মুক্তির নিষেধাজ্ঞা বহাল থাকবে...
নয়াদিল্লি: কর্ণাটকে 'থাগ লাইফ' (Thug Life) মুক্তির অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমল হাসানের (Kamal Haasan) বিরুদ্ধে কন্নড় (Kannada) সংগঠনগুলি ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা কমল হাসানের মন্তব্যকে কন্নড় সংস্কৃতি ও ভাষার প্রতি অসম্মানজনক বলে অভিযোগ জানিয়েছে। কর্ণাটক ফিল্ম চেম্বার (Karnataka Film Chamber) প্রতিবাদ জানিয়ে সিনেমাটির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করেছে। সূত্রে খবর, কমল হাসান মাফ না চাইলে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
কমলকে আরও ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে। ফিল্ম চেম্বারের সভাপতি নরসিমহালু এ বিষয়ে জানিয়েছেন, ‘আমার মনে হচ্ছে কমল হাসানের এ বিষয়ে ক্ষমা চাওয়ার সম্ভাবনা নেই। আমরা সকলের সঙ্গে আলোচনা করব। আমরা দেখব সবাই কী ভাবছে। কমল হাসান বর্তমানে দুবাইতে আছেন। তিনি আগামীকাল (৩ জুন) সকাল ১১টায় চেন্নাই পৌঁছাবেন।' কমল হাসান এ বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন তা এখন দেখার বিষয়। আরও পড়ুন: Parambrata Chattopadhyay Welcomes Baby with Wife Piya Chakraborty: বাবা হলেন পরমব্রত, জামাই ষষ্ঠীর দিনই সন্তানের জন্ম দিলেন প্রিয়া, ছেলে হল নাকি মেয়ে?
বিতর্ক কি নিয়ে?
‘থাগ লাইফ’ নিয়ে চেন্নাইয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কমল হাসান বলেছিলেন যে ‘কন্নড়ের জন্ম তামিল ভাষায়’। সেই সময় বিষয়টি এত গুরুতর ছিল। এরপর এই ক্লিপটি ভাইরাল হয় এবং এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করে।
দেখুন 'থাগ লাইফ'-এর ট্রেলার
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)