Jhanak Shukla: বছরের শুরুতেই সেরেছিলেন বাগদান, এবার সাতপাকে বাঁধা পড়লেন 'করিশ্মা কা করিশ্মা’ খ্যাত ঝনক শুক্লা

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক স্বপ্নিল সূর্যবংশীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ঝনক। দুই পরিবার এবং কাছের বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে নাগপুরে অন্তরঙ্গ অনুষ্ঠানের মধ্যে যুগলের চারহাত এক হয়েছে।

Karishma Kaa Karishma actor Jhanak Shukla ties the knot (Photo Credits: X)

বছরের শুরুতেই বাগদান সেরেছিলেন ‘করিশ্মা কা করিশ্মা’ খ্যাত (Karishma Ka Karishma) সেই খুদে তারকা ঝনক শুক্লা (Jhanak Shukla)। বছর শেষের আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক স্বপ্নিল সূর্যবংশীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ঝনক। দুই পরিবার এবং কাছের বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে নাগপুরে (Nagpur) অন্তরঙ্গ অনুষ্ঠানের মধ্যে যুগলের চারহাত এক হয়েছে। শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে 'কাল হো না হো' (Kal Ho Naa Ho) ছবিতেও কাজ করেছিলেন একরত্তি ঝনক। নয়া দম্পতির বিবাহের মুহূর্ত ক্যামেরাবন্দি করেছে ভগবতী ফটো স্টুডিয়ো। চিত্রগ্রাহকের সোশ্যাল হ্যান্ডেলে উঠে এসেছে ঝনক এবং স্বপ্নিলের বিবাহের মুহূর্ত।

ঝনক এবং স্বপ্নিলের বিয়ের ঝলক... 

 

View this post on Instagram

 

A post shared by Kamlesh Pithava (@bhagvati_photostudio)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)