Root Canal Goes Horribly Wrong: রুট ক্যানাল করাতে গিয়ে বিকৃত মুখ, বিপাকে কন্নড় অভিনেত্রী স্বাতী সতীশ ( দেখুন ছবি)

এবার রুট ক্যানাল (Root Canal ) অস্ত্রোপচার করাতে গিয়েই বিপাকে পড়লেন কন্নড় অভিনেত্রী স্বাতী সতীশ। রুট ক্যানালের সময় অ্যানাস্থেশিয়ার বদলে স্যালিকাইলিক অ্যাসিড প্রয়োগের অভিযোগ রয়েছে চিকিৎসকের বিরুদ্ধে।

সেলুলয়েড ও টিভির পর্দা যাঁদের পরুচয়ের ধারক, তাঁদের সৌন্দর্য ধরে রাখাই বেশ চ্যালেঞ্জের কাজ। অভিনেতা অভিনেত্রীরা কেউ বাঁকা নাক সোজা করছেন, কেউ বা ঠোঁটে অস্ত্রোপচার করাচ্ছেন। এবার রুট ক্যানাল (Root Canal ) অস্ত্রোপচার  করাতে গিয়েই বিপাকে পড়লেন কন্নড় অভিনেত্রী স্বাতী সতীশ। রুট ক্যানালের সময় অ্যানাস্থেশিয়ার বদলে স্যালিকাইলিক অ্যাসিড প্রয়োগের অভিযোগ রয়েছে চিকিৎসকের বিরুদ্ধে। এর জেরে দাঁত সেট হওয়া দূরের কথা, গত তিন সপ্তাহ ধরে অভিনেত্রীর মুখ ফুলে বিকৃত হয়ে আছে।  

দেখুন ছবি

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)