
নতুন ভিডিও পোষ্ট করে রীতিমতো হই চই ফেলে দিয়েছেন অভিনেত্রী আভা পল (Aabha Paul)। আভা পলের হট লুক উত্তেজনা ছড়াল। অনুরাগীদের সামনে আসতেই ভাইরাল ভিডিও। ইতিমধ্যেই ঝড় তুলেছে এই ভিডিও। লাল কালো বিকিনিতে সমুদ্রসৈকতে পোজ দিচ্ছেন। তার সাহসী বোল্ড লুক দেখে নজর সরাতে পারছে না ভক্তরা। হট ও সেক্সি লাগছে আভাকে।
সুমুদ্র সৌকতে ঘুরতে গিয়ে আভা পলের এই গ্ল্যামারাস উপস্থিতি। ব্রালেস থেকে স্পষ্ট ক্লিভেজ। উন্মুক্ত নিতম্ব। এক কথায় শরীরের অনেকটাই খোলা। এমন সেক্সি দৃশ্য দেখে শরীরে পারদ চড়তে শুরু করেছে নেটিজেনদের। শত শত লাইক ও শেয়ার কুড়িয়েছে এই ভিডিও। ব্যাকগ্রাউন্ডে শান্ত সমুদ্র, পাথুরে তটভূমি ও নীল আকাশ যেন আরো উজ্জ্বল করেছে তার লুক।
আভা পল বরাবরই সাহসী ও হট লুকে ভিডিও ও ছবি পোষ্ট করেন। ভক্তরা অপেক্ষায় থাকে তার পোষ্ট দেখার জন্য। অনুরাগীরা যেমন তার লুকের প্রশংসা করছেন। তেমনি সোশ্যাল মিডিয়ায় আবারও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।