Kangna Sharma Sexy Video: ডিপনেক বডিকন ড্রেসে কঙ্গনা, নায়িকার বন্য চেহারা দেখে চোখ সেঁকছে নেটবাসী, দেখুন হট ভিডিও
কঙ্গনার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট দেখে চোখ সেঁকছে নেটবাসী। কালো ডিপনেক বডিকন ড্রেসে 'বন্য' চাহিদা জাগছে অভিনেত্রীর মনে।
Kangna Sharma Sexy Video: কালো রঙ তাঁর সব সময়ের জন্যে প্রিয়। তাই কালো রঙের পোশাক পড়তে সবচেয়ে বেশি পছন্দ অভিনেত্রী কঙ্গনা শর্মার। তবে নায়িকা যে রঙেরই পোশাকে থাকুন না কেন, তাঁর একবারের দর্শনে ভক্তদের বুকের ধুকপুকানি বেড়ে যায় কয়েকগুন। কঙ্গনার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট দেখে চোখ সেঁকছে নেটবাসী। কালো ডিপনেক বডিকন ড্রেসে 'বন্য' চাহিদা জাগছে অভিনেত্রীর মনে। ড্রেস থেকে নুডল স্ট্রিপ ঘাড়ে গিয়ে বাঁধা। খোলা গোটা পিঠ। সুঢোল স্তনের অর্ধেক উন্মুক্ত। কঙ্গনার দু চোখে ছুটছে দুষ্টু ইশারা। নায়িকার এমন দর্শনে পাগল পাগল অবস্থা ভক্তকুলের। ভিডিও শেয়ার করে কঙ্গনা শর্মা (Kangna Sharma) লেখেন, 'জীবন ছোট আর পৃথিবীটা বন্য'।
আরও পড়ুনঃ উথলে পড়ছে তানিয়ার ভরা যৌবন, কোমল হাতের স্পর্শ ছুঁয়ে যাচ্ছে গোটা শরীর, নায়িকার নতুন ভিডিওয় চমক
কঙ্গনার বন্য রূপ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)