Kamal Haasan Kisses Abhirami: ৭২-এও পর্দায় অভিনেত্রীকে চুম্বন, অভিরামির ঠোঁটে ঠোঁট কমল হাসানের, 'থাগ লাইফ' এর ট্রেলার ঝড় তুলল
ভক্তমহলে ঝড় তুলেছে থাগ লাইফ-এর ট্রেলার। তবে একই সঙ্গে শুরু হয়েছে সমালোচনাও। ২ মিনিটের ট্রেলারে ৭২ বছরের কমলকে রোমান্টিক দৃশ্য এমনকি চুম্বন দৃশ্যেও দেখা গিয়েছে।
কমল হাসান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'থাগ লাইফ'-এর (Thug Life) ট্রেলার শনিবার, ১৭ মে সামনে এসেছে। কিংবদন্তি পরিচালক মণি রত্নমের সঙ্গে আবারও জুড়েছেন কমল। ছবির ঘোষণা হওয়ার পর থেকেই তা ঘিরে দর্শকমহলে বেজায় আগ্রহ তৈরি হয়েছিল। ভক্তমহলে ঝড় তুলেছে থাগ লাইফ-এর ট্রেলার। তবে একই সঙ্গে শুরু হয়েছে সমালোচনাও। ২ মিনিটের ট্রেলারে ৭২ বছরের কমলকে রোমান্টিক দৃশ্য এমনকি চুম্বন দৃশ্যেও দেখা গিয়েছে। ছবির দুই অভিনেত্রী অভিরামি (Abhirami) এবং ত্রিশা কৃষ্ণনের (Trisha Krishnan) সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন প্রবীণ অভিনেতা। একটি দৃশ্যে দেখা গিয়েছে বিছানায় অভিরামিকে (৪২) কাছে টেনে ঠোঁটে ঠোঁট বসিয়েছেন কমল। আরও একটি দৃশ্যে ত্রিশার (৪২) সঙ্গেও ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছে অভিনেতাকে।
দুই অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ কমলঃ
Noo god please no
দেখুন থাগ লাইফ-এর ট্রেলারঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)