Jawan Pre-Release Event: জওয়ানের প্রাক-রিলিজ ইভেন্টে অডিও লঞ্চের জন্য সাই রাম ইঞ্জিনিয়ারিং কলেজে আজ কিং খান (দেখুন টুইট)

সূত্র অনুযায়ী, নির্মাতারা আজ (৩০ অগস্ট) চেন্নাইয়ের সাই রাম ইঞ্জিনিয়ারিং কলেজে জওয়ানের অ্যালবাম লঞ্চ করবেন এছাড়া ছবির অভিনেতা অভিনেত্রীরা ও ছবির নেপথ্যশিল্পীরাও উপস্থিত থাকবেন চেন্নাইয়ের পশ্চিম তাম্বারামের কলেজ অডিটোরিয়ামে।

Jawan Pre Released Event Photo Credit: Twitter@iamsrk

হাতে আর মাত্র এক সপ্তাহ। সিনে প্রেমীদের জন্য ৭ ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের জওয়ান। স্বভাবতই ছবি নিয়ে এখন দর্শক ও শাহরুখ অনুগামীদের মধ্যে  উত্তেজনা স্পষ্ট। সূত্র অনুযায়ী, নির্মাতারা আজ (৩০ অগস্ট) চেন্নাইয়ের সাই রাম ইঞ্জিনিয়ারিং কলেজে জওয়ানের অ্যালবাম লঞ্চ করবেন এছাড়া  ছবির অভিনেতা অভিনেত্রীরা ও  ছবির নেপথ্যশিল্পীরাও উপস্থিত থাকবেন চেন্নাইয়ের পশ্চিম তাম্বারামের কলেজ অডিটোরিয়ামে। সেই ইভেন্ট এর খবর সকলকে পৌঁছে দিতে নিজের টুইটার হ্যান্ডেলে গতকাল  শাহরুখ খান একটি পোস্ট শেয়ার করেছেন এবং লিখেছেন, "ভানাক্কাম চেন্নাই, আমি আসছি!!! সাই রাম ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলে মেয়েরা প্রস্তুত হোন... আমি আপনাদের সবার সাথে দেখা করার জন্য উন্মুখ! তোমরা বললে কুছ থা থা থাইয়া করো হতে পারে, দেখা হবে কাল বিকাল ৩টায়।" দেখুন সেই পোস্ট-

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement