Rajinikanth: সিনেমার লাভ থেকে রজনীকান্তকে ১০০ কোটি টাকা উপহার জেলারের প্রযোজকের

গত ১০ অগাস্ট মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তুলছে রজনীকান্তের 'জেলার'। শুধু ভারতের বক্স অফিসে ৩৪০ কোটি টাকার ব্যবসা করেছে 'জেলার'।

Photo Credit_Twitter

গত ১০ অগাস্ট মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তুলছে রজনীকান্তের (Rajnikanth) 'জেলার' (Jailer)। শুধু ভারতের বক্স অফিসে ৩৪০ কোটি টাকার ব্যবসা করেছে 'জেলার'। বিদেশের বক্স অফিস মিলিয়ে জেলার-এর মোট ব্যবসা ৫৫০ কোটি ছাড়িয়েছে। বক্স অফিসে সাফল্যের বিচারে রজনীকান্তের কেরিয়ারে সবচেয়ে বড় হিট 'জেলার'।

জেলার ভাল ব্যবসা করায় রজনীকান্তকে ১০০ কোটি টাকা উপহার হিসেবে দিলেন ছবির প্রযোজক কালানিথি মারান। সঙ্গে রজনীকে ১ কোটি ২০ লক্ষ টাকা দামের বিএমডব্লু এক্স ৭ উপহার দিলেন। জেলার-এ রজনীকান্তের পাশাপাশি জ্যাকি শ্রফ, মোহনলাল, শিবা রাজকুমার, তামান্না ভাটিয়া, রামায়া কৃষ্ণননের মত তারকারা। আরও পড়ুন-

প্রজাতন্ত্র দিবসে বড় পর্দায় আসছে হৃতিক ও এন টি আর জুটির ওয়ার ২

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)