Urvashi Rautela Copied Aishwarya Rai Bachchan? কানের মঞ্চে ঐশ্বর্যের পোশাক নকল করে নিজেকে সাজিয়েছেন উর্বশী? চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে মুখ খুললেন ডাকু মহারাজ অভিনেত্রী

৭৮'তম কানের লাল গালিচায় উর্বশীর প্রথম দিনের লুকের সঙ্গে ২০১৮ সালে ঐশ্বর্যের আইকনিক কান উপস্থিতির তুলনা টেনেছেন নেটবাসী। প্রাক্তন বিশ্বসুন্দরীর পোশাককে নকল করে নিজের পোশাক সাজিয়েছেন উর্বশী।

Urvashi Rautela, Aishwarya Rai Bachchan (Photo Credits: X)

কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival 2025) মঞ্চে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) নকল করেছেন উর্বশী রাউতেলা! ৭৮'তম কানের লাল গালিচায় উর্বশীর (Urvashi Rautela) প্রথম দিনের লুকের সঙ্গে ২০১৮ সালে ঐশ্বর্যের আইকনিক কান উপস্থিতির তুলনা টেনেছেন নেটবাসী। প্রাক্তন বিশ্বসুন্দরীর পোশাককে নকল করে নিজের পোশাক সাজিয়েছেন উর্বশী। নেটিজেনের জোর সমালোচনার মুখে অবশেষে জবাব দিলেন 'ডাকু মহারাজ' অভিনেত্রী। বললেন, তিনি কারুর নকল করতে ইন্ডাস্ট্রিতে আসেনি। তিনি একজন আলাদা ব্যক্তিত্ব। তাঁর চেহারা, তাঁর স্টাইল তাঁর আত্মবিশ্বাস তাঁকে সকলের থেকে আলাদা অস্বস্তি দিয়েছে। তাই তাঁর বিরুদ্ধে করা নিন্দুকদের নিন্দা মন্তব্য আরও চালিয়ে যেতে বলেন তিনি। কারণ নায়িকা মনে করেন, একজন রানির পথে নিন্দা কখনও বাধা হয়ে দাঁড়ায় না।

আরও পড়ুনঃ অর্ধনগ্ন হয়ে হেলমেট ছাড়া পাহাড়ি উপত্যকায় বাইক চালানোর অভিযোগ অস্বীকার সনুর, সাফাই দিয়ে কী বললেন 'মসিহা'?

উর্বশীর প্রতিক্রিয়াঃ

 

View this post on Instagram

 

A post shared by URVASHI RAUTELA (@urvashirautela)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement