Housefull 5 Song Laal Pari: টুকে পাস! হাউসফুল ৫-এর 'লাল পরী'তে নাচের স্টেপ কৃতিত্ব ছাড়াই নকল করা হয়েছে, অভিযোগ ইনফ্লুয়েন্সারের

সন্দীপ ব্রাহ্মণ নামে ওই ইনফ্লুয়েন্সার অভিযোগ করেন, 'হাউসফুল ৫'-এর নির্মাতারা তাঁকে কোনরকম কৃতিত্ব না দিয়েই তাঁর নাচের স্টেপ নকল করে 'লাল পরী' গানে ব্যবহার করেছেন।

Influencer accuses Housefull 5 Song Laal Pari dance moves copied by him (Photo Credits: X)

মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড়ের গতিতে ছুটছে অক্ষয় কুমারের (Akshay Kumar) 'হাউসফুল ৫' (Housefull 5)। মাত্র ৪ দিনে ছবির ব্যবসা ১০০ কোটির ঘরে প্রবেশ করেছে। ছবির গান 'লাল পরী' (Laal Pari) ঘুরছে দর্শকদের মুখে মুখে। এই আবহে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলিউড কোরিওগ্রাফার রেমো ডি'সুজার (Remo D'Souza) বিরুদ্ধে 'হাউসফুল ৫'-এর এই গানে নাচের স্টেপ তাঁর থেকে নকল করেছেন বলে অভিযোগ তুললেন। সন্দীপ ব্রাহ্মণ নামে ওই ইনফ্লুয়েন্সার অভিযোগ করেন, 'হাউসফুল ৫'-এর নির্মাতারা তাঁকে কোনরকম কৃতিত্ব না দিয়েই তাঁর নাচের স্টেপ নকল করে 'লাল পরী' গানে ব্যবহার করেছেন। যদিও হাউসফুল ৫-এর নির্মাতা কিংবা লাল পরী গানের কোরিওগ্রাফার রেমো ডি'সুজা ইনফ্লুয়েন্সারের ওই অভিযোগ নিয়ে কোন প্রতিক্রিয়া জানাননি।

কোরিওগ্রাফার রেমো ডি'সুজার বিরুদ্ধে নাচের স্টেপ নকল করার অভিযোগঃ

 

View this post on Instagram

 

A post shared by Sandip Brahamin (@sandipbrahamin_11)

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement