Indian Idol 14: গলায় গিটার, পুলিশের উর্দিতে ইন্ডিয়ান আইডলের অডিশনে হাজির, দিল্লি পুলিশের সুরের জাদুতে মোহিত নেটমহল

অরিজিৎ সিংয়ের গাওয়া 'তুঝে কিতনা চাহনে লাগে' গানটি শুনিয়ে নিজের গলার জাদুতে উপস্থিত বিচারকগন কুমার সানু, শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানিদের মোহিত করে তুলেছেন ওই পুলিশ কর্মী।

Indian Idol 14 Audition (Photo Credits: X)

অদম্য ইচ্ছাশক্তি আর স্বপ্ন পূরণ করার জেদ থাকলে মানুষ চাঁদেও পৌঁছে যেতে পারে। ঠিক তেমনই গানের প্রতি অগাধ ভালবাসা নিয়ে জনপ্রিয় মিউজিক রিয়ালিটি শো 'ইন্ডিয়ান আইডল' এর (Indian Idol 14) অডিশনে পৌঁছে গেলেন দিল্লি পুশিরের এক কর্মচারী। পুলিশের উর্দি পরে গলায় গিটার ঝুলিয়ে ইন্ডিয়ান আইডল সিজিন ১৪ এর অডিশন (Indian Idol 14 Audition) মঞ্চে উপস্থিত হন রজত রাঠর। অরিজিৎ সিংয়ের গাওয়া 'তুঝে কিতনা চাহনে লাগে' গানটি  শুনিয়ে নিজের গলার জাদুতে উপস্থিত বিচারকগন কুমার সানু, শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানিদের মোহিত করে তুলেছেন ওই পুলিশ কর্মী।

দেখুন অডিশনের ঝলক... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now