Police Has Reached Ranveer Allahbadia's Residence: আরও বিপাকে রণবীর এলাহাবাদিয়া, পুলিশ পৌঁছে গেল ইউটিউবারের মুম্বইয়ের বাড়িতে, দেখুন
ইন্ডিয়াস গট লেটেন্ট-এর (India’s Got Latent Controversy) সেট থেকে সোজা রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) বাড়িতে পৌঁছে গেল পুলিশ (Mumbai Police)। ফলে এবার ফের বিপাকে জনপ্রিয় ইউটিউবার। মঙ্গলবার বেলা গড়াতেই মুম্বই পুলিশের একটি দল ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বাড়িতে পৌঁছে যায়। মুম্বই পুলিশের ৫ জনের একটি দল রণবীর এলাহাবাদিয়ার ভরসোভার বাড়িতে মঙ্গলবার পৌঁছে যায়। ইন্ডিয়াস গট লেটেন্ট নামের ইউটিউব শোয়ে রণবীর 'বাবা-মায়ের সঙ্গে সঙ্গম' নিয়ে যে মন্তব্য করেন, তাতে দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে। রণবীরের বিরুদ্ধে মুম্বই এবং গুয়াহাটিতে দায়ের করা হয় অভিযোগও। যার পর ক্ষমা চেয়ে নেন এলাহাবাদিয়া। তাও বিপাক কমছে না। এবার মুম্বই পুলিশের একটি দল সোজা পৌঁছে যায় এলাহাবাদিয়ার বাড়িতে। তথ্য সংগ্রহ করতেই রণবীরের বাড়িতে মুম্বই পুলিশের ওই দলটি পৌঁছয় বলে খবর। রণবীরের পাশাপাশি সময় রায়না, অপূর্বা মাখিজার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
রণবীর এলাহাবাদিয়ার বাড়িতে পৌঁছে গেল পুলিশ...
পুলিশ পৌঁছল রণবীর এলাহাবাদিয়ার ভরসোভার বাড়িতে...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)