Hot Monalisa: নববর্ষে শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ়, বক্ষ যুগলের ইষৎ উঁকিতে ঝুমা বউদি ঝড় তুললেন, দেখুন
ফের আগুন ঝরালেন মোনালিসা (Monalisa)। নববর্ষের (Pohela Boishakh) সকালে শাড়ি এবং ফ্যাশনেবল ব্লাউস পরে ক্যামেরার সামনে হাজির হন বাঙালি কন্যা অন্তরা দাস। পয়লা বৈশাখের সকালে মোনালিসা শাড়ি পরে যে অনরাগীদের মনে আগুন ধরিয়ে দেন, তা কার্যত স্পষ্ট। দুপুর ঠাকুরপোর ঝুমা বউদি প্রায় প্রতিদিনই নিত্য নতুন অবতারে দর্শকদের সামনে আসেন। কখনও শাড়ি আবার কখনও গাউন, একর পর এক পোশাকে ফ্যাশনিস্তা ঝুমা বউদি (Jhuma Boudi) যে বার বার দর্শকের মনে আগুন জ্বালিয়ে দেন, তা স্পষ্ট। প্রসঙ্গত কলকাতা মেয়ে মেয়ে অন্তরা দাস ওরফে মোনালিসা বর্তমানে ভোজপুরী জগতের জনপ্রিয় নাম। বিহারের টেলি ইন্ডাস্ট্রিতে মোনালিসা ককও মিউজ়িক ভিডিয়োতে হাজির হন আবার কখনও মেগা সিরিয়ালেও দেখা যায় তাঁকে। তবে মুম্বইতেও তাঁর অগাধ বিচরণ। বিগ বস থেকে নজর, প্রায় সব ক্ষেত্রে ঝুমা বউদির 'সেক্সি লুক' নজর কেড়ে নেয় দর্শককুলের।
আরও পড়ুন: Monalisa standing on nail: একি কাণ্ড! পেরেকের ধারালো অংশের উপর দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী মোনালিসা
দেখুন মোনালিসার সেই আগুন ধরানো ছবি...
View this post on Instagram
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)