Tom Cruise: ব্যস্ত রাস্তায় ছবির শুটিং, গাড়ি চাপা পড়তে পড়তে বাঁচেন টম ক্রুজ
লন্ডনের পিকাডিলি সার্কাসের রাস্তায় ছবির একটি দৃশ্য শুটিং করার সময়ে বাস চাপা পড়তে পড়তে বাঁচেন অভিনেতা। ন'বছর আগে শুটিং দৃশ্যের সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
ছবির শুটিং করতে গিয়ে মরতে মরতে বেঁচে গিয়েছেন হলিউড তারকা টম ক্রুজ (Tom Cruise)। ছবিতে অ্যাকশন দৃশ্যে ভয়ানক সমস্ত স্টান্ট নিজেই করেন টম। তেমনই এক শুটিং দৃশ্য়ে অভিনয়ের সময়ে ভরা রাস্তায় গাড়ি চাপা পড়তে যাচ্ছিলেন হলি তারকা। একটুর জন্যে বাঁচেন তিনি। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল টম অভিনীত 'মিশন ইম্পসিবলঃ রগ নেশন' (Mission Impossible: Rogue Nation)। লন্ডনের পিকাডিলি সার্কাসের রাস্তায় ছবির একটি দৃশ্য শুটিং করার সময়ে বাস চাপা পড়তে পড়তে বাঁচেন অভিনেতা। ন'বছর আগে শুটিং দৃশ্যের সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। রাস্তা বন্ধ না করেই চলছিল শুট। অভিনেতার রাস্তা পার হওয়ার সময়ে আচমকাই সিগন্যাল খুলে যায়। পিছনে দাঁড়িয়ে থাকা একটি বাস স্টার্ট দেয়। বাস জোরে হর্ন মারতে মুহূর্তের মধ্যে সরে যান টম। কয়েক সেকেন্ডের এদিক ওদিক হলেই ঘটে যেতে পারত বড় কোন দুর্ঘটনা।
শুটিংয়ের সেই পুরনো ভিডিয়ো দেখুনঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)