Oscars 2021: চ্যাডউইক বোসম্যানের স্মৃতিতে অস্কার নমিনির গিফট ব্যাগে এনএফটি টোকেন, ক্ষুব্ধ অনুরাগীরা
চলতি বছরে অস্কারজয়ী সেরা লিড অভিনেতার পুরস্কার যাচ্ছে প্রয়াত চ্যাডউইক বোসম্যানের ঝুলিতে।
চলতি বছরে অস্কারজয়ী সেরা লিড অভিনেতার পুরস্কার যাচ্ছে প্রয়াত চ্যাডউইক বোসম্যানের ঝুলিতে। মা রেইনির ছবি “ব্ল্যাক বটম”-এর জন্য তিনি মনোনীত হয়েছেন। প্রয়াত বল্যাক প্যান্থার স্টারকে শ্রদ্ধা জানাতে অস্কার অ্যাকাডেমি ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে। তৈরি হচ্ছে একটি থ্রিডি নন ফাঙ্গিবল ডোকেন। থ্রিডি শিল্পী অ্যান্ড্রে ওশা এই টোকেন তৈরি করছেন। অ্যাকাডেমির তরফে ২০২১ অস্কারের প্রত্যেক মনোনীত শিল্পীর উপহার ব্যাগে থাকবে চ্যাডউইক বোসম্যানের এই টোকেন। অনুদান মূলক কাজের জন্য এটা করা হচ্ছে। এই প্রচেষ্টা থেকে যে অর্থোপার্জন হবে তার পুরোটাই যাবে কোলন ক্যানসার ফাউন্ডেশনে। যদিও অস্কার অ্যাকডেমির এহেন উদ্যোগে খুশি নন প্রয়াত অভিনেতার অনুরাগীরা। কোলন ক্যানসারে ভুগে গত বছর আগস্টে অভিনেতা চ্যাডউইক বোসম্যানের জীবনাবসান হয়।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)