Ganesh Visarjan 2023: মহা আড়ম্বরে বাপ্পাকে বিদায় জানালেন শিল্পা শেঠি, বিসর্জনে নাচলেন দুই বোনই (দেখুন ভিডিও)

আগামীকাল ( ২২ সেপ্টেম্বর )বড় পর্দায় আসছেন শিল্পা। সোনাল জোশী পরিচালিত সুখী ছবিতে দেখা যাবে শিল্পাকে। এই ছবিতে শিল্পার পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা যাবে কুশা কপিলা ও অমিত সাধকে। সেই ছবির সাফল্য কামনা করতেও দেখা যায় অভিনেত্রীকে।

Shilpa in Ganesh Visarjan Photo Credit: Instagram@Varinder Chawla

মুম্বাইয়ে তৃতীয় দিনে পা দিল  জমজমাট গণেশোৎসব। তবে বাড়িতে যারা পুজো করেন তাঁদের অনেকেরই গতকাল দেড় দিনের গণপতি বিসর্জন হয়েছে। আজ সকালে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিও গণপতি বাপ্পাকে বিদায় জানান। বিসর্জনের সময় অভিনেত্রী ছাড়াও তাঁর বোন শমিতা শেঠি , আত্মীয় ও পরিবারের লোকেরা অংশ নিয়েছিলেন। বিসর্জনে আসা ঢোল তাসা মন্ডলীর সঙ্গে বাজনাতে সঙ্গ দেন শিল্পা। এরপর ঢোলের সুরে শিল্পা ও শমিতাকেও নাচতে দেখা যায়।

আগামীকাল ( ২২ সেপ্টেম্বর )বড় পর্দায় আসছেন শিল্পা। সোনাল জোশী পরিচালিত সুখী ছবিতে দেখা যাবে শিল্পাকে। এই ছবিতে শিল্পার পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা যাবে কুশা কপিলা ও অমিত সাধকে। সেই ছবির সাফল্য কামনা করতেও দেখা যায় অভিনেত্রীকে।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 

 

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)