Firoz Khan Death: অমিতাভ বচ্চনের নকল হিসাবে পরিচিত টেলি অভিনেতা ফিরোজ খানের দেহাবসান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু
অমিতাভ বচ্চনের ডুপ্লিকেট ফিরোজ খান অনেক টিভি সিরিয়াল ও ছবিতে কাজ করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য 'ভাবিজি ঘর পার হ্যায়!', 'জিজা জি ছাত পার হ্যায়', 'সাহেব বিবি অর বস', 'হাপ্পু কি উল্টান পল্টন' এবং 'শক্তিমান'-এও দেখা গেছে তাকে।
বিনোদন জগতে শোকের ছায়া। 'ভাবি জি ঘর পর হ্যায়' খ্যাত অভিনেতা ফিরোজ খান বৃহস্পতিবার(২৩মে) সকালে উত্তরপ্রদেশের বান্দায়ুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিনে দুনিয়ায় অমিতাভ বচ্চনের নকল হিসেবে পরিচিত অভিনেতা ফিরোজ খান হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার মৃত্যুতে টিভির জগতে শোকের ছায়া নেমে এসেছে।অমিতাভ বচ্চনের ডুপ্লিকেট ফিরোজ খান অনেক টিভি সিরিয়াল ও ছবিতে কাজ করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য 'ভাবিজি ঘর পার হ্যায়!', 'জিজা জি ছাত পার হ্যায়', 'সাহেব বিবি অর বস', 'হাপ্পু কি উল্টান পল্টন' এবং 'শক্তিমান'-এও দেখা গেছে তাকে। সোশ্যাল মিডিয়াতে এই খবর সামনে আসতেই তাকে শ্রদ্ধা জানাচ্ছেন মানুষ।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)