Filmfare Middle East Achievers Night: ‘এই পুরস্কার তোমার জন্যে’, পুরস্কার হাতে সিদ্ধার্থকেই স্মরণ করলেন শেহনাজ, দেখুন

মুম্বই, ২০ নভেম্বরঃ ‘এই পুরস্কার তোমার জন্যে’। মঞ্চে দাঁড়িয়ে অ্যাওয়ার্ড হাতে সিদ্ধার্থকে উদ্দেশ্য করে বললেন শেহনাজ (Shehnaaz Gill)। অভিনেতা সিদ্ধার্থ শুল্কার (Sidharth Shukla) মৃত্যুর এক বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু আজও অনুরাগীদের মনে বিরাজ করে ‘সিডনাজ’ (Sidnazz)। ১৯ নভেম্বর রাতে আয়োজিত হয়েছিল ‘ফিল্মফেয়ার মিডল ইস্ট এচিভার্স নাইট’ (Filmfare Middle East Achievers Night)। অ্যাওয়ার্ডে শো’য়ে পৌঁছে গিয়েছিলেন শেহনাজ গিল। এদিন শো’য়ে পুরস্কৃত হন শেহনাজও। পুরস্কার হাতে শেহনাজের মুখে শোনা গেল সিদ্ধার্থের নাম। বললেন, “আমি একজনকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ আমার জীবনে আসার জন্যে। আমায় এত কিছু সেখানর জন্যে। সিদ্ধার্থ শুক্লা এটা তোমার জন্যে”। এদিন শেহনাজের মুখে সিদ্ধার্থের নাম শোনা মাত্রই উপস্থিত দর্শকরা আপ্লূত হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়।

 ফিল্মফেয়ার মিডল ইস্ট এচিভার্স নাইট-এর মঞ্চে শেহনাজঃ  

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now