Bee On Cannes 2025: সেকি কাণ্ড! কানের লাল গালিচায় উড়ল মৌমাছি, ভয়ে সহ-অভিনেতার পিছনে লুকালেন এমা স্টোন, দেখুন ভিডিও

মৌমাছি দেখে আতঙ্কিত হয়ে পড়েন হলিউড সুন্দরী। পাশে দাঁড়িয়ে থাকা অভিনেতা পেড্রো পাস্কালের পিছনে লুকিয়ে পড়ার চেষ্টা করেন।

Emma Stone Attacked By Bee On Cannes 2025 (Photo Credits: X)

কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival 2025) তারকাদের ঝকমারি উপস্থিতির মাঝে হাজির এক অতিথি। রেড কার্পেটে উড়ে বেড়াতে দেখা গেল এক মৌমাছিকে (Bee)। অভিনেত্রী এমা স্টোন (Emma Stone) তাঁর আসন্ন ছবি এডিংটনের প্রিমিয়ারের জন্যে পৌঁছে গিয়েছিলেন কানে। ছবিতে তাঁর সহ-অভিনেতাদের সঙ্গে লাল গালিচায় পোজ দিচ্ছিলেন এমা। এমন সময়ে হঠাৎই এক মৌমাছি উড়ে এসে জুড়ে বসে। এমার মুখের কাছে ঘোরাঘুরি শুরু করে। হুল ফুটলেই কেলেঙ্কারি কাণ্ড। তাই মৌমাছি দেখে আতঙ্কিত হয়ে পড়েন হলিউড সুন্দরী। পাশে দাঁড়িয়ে থাকা অভিনেতা পেড্রো পাস্কালের পিছনে লুকিয়ে পড়ার চেষ্টা করেন।শেষমেশ অভিনেতা মৌমাছিটি তাড়িয়ে দিতে সক্ষম হন। মৌমাছি পালাতে তবে স্বাভাবিক হয়ে ফের পোজ দেওয়া শুরু করেন এমা।

কানের রেড কার্পেটে মৌমাছির হানাঃ

ভয়ে হিমশিম খেলেন এমা স্টোনঃ

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement