Elon Musk on Andrew Tate: পিৎজা বাক্স দেখে গ্রেফতার অ্যান্ড্রু টেটকে ট্রোল করলেন ইলন মাস্ক (দেখুন পোস্ট)

টেট রোমানিয়ায় আত্মগোপনে অবস্থান করেছিলেন এখানে সেই কথা কৌতুকের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।কয়েকদিন আগে টেট একটি জেরি'স পিৎজা বক্স নিয়ে নিজের একটি ভিডিও পোস্ট করেন।

Andrew Tate and Elon Musk ( Photo Credit: PopWrapped, Wkimedia Commons/ Twitter)

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ইলন মাস্ক (Elon Musk) জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গের (Greta Thunberg) প্রশংসা করার পর, অ্যান্ড্রু টেটকে (Andrew Tate) ট্রোল করে টুইট করেছেন। টেটকে গ্রেফতার করেছে রোমানিয়া পুলিশ। মাস্ক শনিবার টুইট করেছেন, 'কখনও কখনও বাড়িতে পিৎজা বানানোই ভাল।' নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়, টেট রোমানিয়ায় আত্মগোপনে অবস্থান করেছিলেন এখানে সেই কথা কৌতুকের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।কয়েকদিন আগে টেট একটি জেরি'স পিৎজা বক্স নিয়ে নিজের একটি ভিডিও পোস্ট করেন। জেরি'স পিৎজা দেশটির জনপ্রিয় একটি পিৎজা কোম্পানি। মাত্র একদিন আগে ১৯ বছর বয়সী এই প্রকৃতি প্রেমী গ্রেটা থানবার্গের সাথে তিনি একটি ভাইরাল টুইটার বিতর্কে জড়িত ছিলেন। পরে টেট ও তার ভাই ট্রিস্টানকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে রোমানিয়ায় গ্রেপ্তার করা হয় এবং অনেকেই বলেন পিৎজা বাক্সের কারণে তাকে ধরা হয়।