Diljit Dosanjh: ভারতে কনসার্ট না করার সিদ্ধান্ত ঘিরে বিতর্কের মাঝে দিলজিৎ গেলেন কাশ্মির, ভূস্বর্গের সৌন্দর্যে আত্মহারা পাঞ্জাবি গায়ক

ঠাণ্ডার মরসুমে শিকারা ভ্রমণ সঙ্গে কাশ্মীরি কাহওয়ায় চুমুক। দিলজিতের যাত্রাকে আরও মনোরম করে তুলছে ঐতিহ্যবাহী কাশ্মীরি বাদ্যযন্ত্র।

Diljit Dosanjh Kashmir Trip (Photo Credits: Instagram)

সোমবার সন্ধ্যায় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh) আচমকাই জানান, ভারতে তিনি আর কনসার্ট করবেন না। লাইভ কনসার্ট করার মত পরিকাঠামো এই দেশে নেই বলে দাবি করেন দিলজিৎ। যদিও পরে গায়ক জানিয়েছেন, ভারতে প্রোগ্রাম না করার সিদ্ধান্তের বিষয়ে যে বার্তা ছড়িয়েছে তা কেবলই গুজব। তবে এই দেশে দিলজিতের কনসার্ট নিয়ে আলোচনা-সমালোচনার মাঝে গায়ক ঘুরতে চলে গেলেন কাশ্মীর (Kashmir)। দেশের মাটিতে কনসার্টের পরিকাঠামো নিয়ে গায়কের যতই অভিযোগ থাকুক, ভূস্বর্গের সৌন্দর্যে মোহিত হয়ে ভুললেন সেসব। কাশ্মীর ভ্রমণে গিয়ে শ্রীনগরের (Srinagar) ডাল লেকে (Dal Lake) শিকারা চড়ার অভূতপূর্ব অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। ঠাণ্ডার মরসুমে শিকারা ভ্রমণ সঙ্গে কাশ্মীরি কাহওয়ায় চুমুক। যাত্রাকে আরও মনোরম করে তুলছে ঐতিহ্যবাহী কাশ্মীরি বাদ্যযন্ত্র।

কাশ্মীরের সৌন্দর্যে মোহিত দিলজিৎ...

 

View this post on Instagram

 

A post shared by DILJIT DOSANJH (@diljitdosanjh)

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)