Diljit Dosanjh: ইন্দোর কনসার্টে গিয়ে রাস্তার ধারে দোকানে বসে জমিয়ে পোহা খাচ্ছেন দিলজিৎ, ভাইরাল হল ভিডিয়ো
মধ্যপ্রদেশ গিয়েছেন আর কেবলই কনসার্টে গান গেয়ে ফিরে আসবেন তা আবার হয় নাকি। দিলজিৎ গেলেন ইন্দরের ছপ্পন দুকান স্ট্রিট এলাকায়। সেখানকার বিখ্যাত 'পোহা' খাবেন বলে।
'দিল লুমিনাটি' (Dil-Luminati) ট্যুরে দেশের বিভিন্ন রাজ্যে ঘুরছেন খ্যাতনামা পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। ৮ ডিসেম্বর, রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে মঞ্চ মাতিয়েছেন দিলজিৎ (Diljit Dosanjh Indore Concert)। মধ্যপ্রদেশ (Madhya Pradesh) গিয়েছেন আর কেবলই কনসার্টে গান গেয়ে ফিরে আসবেন তা আবার হয় নাকি। দিলজিৎ গেলেন ইন্দরের ছপ্পন দুকান স্ট্রিট (Chappan Dukan) এলাকায়। সেখানকার বিখ্যাত 'পোহা' খাবেন বলে। সকাল সকাল রাস্তার ধারের একটি পোহার দোকান থেকে পছন্দের সেই খাবার দিয়ে সারলেন 'ব্রেকফাস্ট'। জমিয়ে উপভোগ করলেন 'ইন্দোরি পোহা' (Indori Poha)। মধ্যপ্রদেশ গিয়ে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির (Mahakaleshwar Temple) দর্শনও করেছেন দিলজিৎ।
আরও পড়ুনঃ 'দিল লুমিনাটি' ট্যুরের মাঝে উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দির দর্শনে দিলজিৎ, দেখুন ভিডিয়ো
রাস্তার ধারের দোকানে বসে পোহ্যাঁ খাচ্ছেন দিলজিৎ...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)