Dev: চলচ্চিত্রে অবদানের জন্য বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হতে চলেছেন প্রযোজক অভিনেতা দেব, আমন্ত্রণ পত্র শেয়ার করে খুশির বার্তা নায়কের

‘মহানায়ক’ খেতাব পেয়েছেন আগেই এবার দেবের মুকুটে নতুন পালক। ‘বঙ্গভূষণ’ সম্মানে সম্মানিত হচ্ছে অভিনেতা।২৫ শে জুলাই বিকেল ৪টের সময় নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। রাজ্য সরকারের তরফে যে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে তা শেয়ার করেছেন সাংসদ অভিনেতা দেব।

“বাংলা চলচ্চিত্রে আপনি একজন যশস্বী অভিনেতা। আপনার অসামান্য অভিনয় ক্ষমতা বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। চলচ্চিত্র শিল্পে আপনার অবদান প্রশ্নাতীত। আপানার গৌরবে আমরা গৌরবান্বিত।” সেখানে আরও লেখা রয়েছে, “বাংলা চলচ্চিত্র আপনার সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী ২৫ জুলাই ২০২২, সোমবার, বিকেল ৪টেয় কলকাতার নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ সরকার আপনাকে ‘বঙ্গভূষণ’ সম্মান প্রদান করতে আগ্রহী। আপনার সানুগ্রহ সম্মতি প্রত্যাশা করি”

তবে শুধু দেব নয় শিল্প জগৎ থেকে অনেক গুণী মানুষকেই এবারে ওই সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তালিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ,বিশিষ্ট তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়,সরোদ বাদক দেবজ্যোতি বসু। রয়েছেন গায়িকা কৌশিকী চক্রবর্তী, শ্রেয়া ঘোষালসহ অন্যান্যরাও।