Coldplay Concert Mumbai: কোল্ডপ্লে-র কনসার্ট শেষে আবর্জনার স্তুপে পরিণত হল স্টেডিয়াম, উদ্ধার ৯ টন বর্জ্য

মূলত প্লাস্টিকের টিফিন বাক্স, বোতল, গ্লাস, নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ এবং কার্ডবোর্ডের খাবারের বাক্সে ছেয়ে গিয়েছিল স্টেডিয়াম চত্বর। রবিবার ভোররাত ৩টে অবধি চলে সাফাই অভিযান।

Coldplay Concert Mumbai Generates 5 Tonnes Of Waste (Photo Credits: X)

Coldplay Concert Mumbai: অপেক্ষার প্রহর শেষে মুম্বইয়ে ‘কোল্ডপ্লে’র কনসার্ট অনুষ্ঠিত হল। গত বছর ঘোষণা করা হয়েছিল ২০২৫ সালে ভারতে আসছে ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’ (Coldplay)। সেই সময় থেকেই টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। ১৮ জানুয়ারি মুম্বইয়ে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ছিল ‘কোল্ডপ্লে’র প্রথম অনুষ্ঠান। প্রথম দিনের কনসার্ট শেষে স্টেডিয়াম এবং আশেপাশের এলাকা পরিণত হয়েছিল আবর্জনার স্তুপে। মোট ৯ টন বর্জ্য সংগ্রহ করেছে নবি মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (NMMC)। এদিন কোল্ডপ্লে-র কনসার্টে জড়ো হয়েছিলেন ৭৫,০০০ দর্শক। অনুষ্ঠানের পর এনএমএমসি-র তরফে স্টেডিয়াম এলাকা পরিষ্কারের জন্যে একটি বর্জ্য ব্যবস্থাপনার আয়োজন করা হয়। ১৫০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক স্টেডিয়ামের ভেতরে বর্জ্য পৃথকীকরণের জন্য নিরলস পরিশ্রম করে। উদ্ধার হয় মোট ৯ কেজি বর্জ্য। মূলত প্লাস্টিকের টিফিন বাক্স, বোতল, গ্লাস, নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ এবং কার্ডবোর্ডের খাবারের বাক্সে ছেয়ে গিয়েছিল স্টেডিয়াম চত্বর। রবিবার ভোররাত ৩টে অবধি চলে সাফাই অভিযান।

কোল্ডপ্লে-র কনসার্ট শেষে আবর্জনার স্তুপে পরিণত হয় স্টেডিয়ামঃ

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now