Urvashi Rautela With Orry: নিজের কালো গাউনের ভিতরে ওরিকে আটকে দিলেন ঊর্বশী, দেখুন ভিডিয়ো

Urvashi Rautela, Orry (Photo Credit: Instagram)

কান-এ হাজির হয়েছেন ওরি (Orry)। ঊর্বশী রাউতেলাও (Urvashi Rautela) প্রথম দিন থেকে কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন। ওরি হাজির হয়েছেন করণ জোহর, খুশি কাপুর, শিখর পাহাড়িয়াদের সঙ্গে। কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়ে ওরি একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে ঊর্বশী রাউতেলার সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, ঊর্বশী যখন রেড কার্পেটের বাইরে অর্থাৎ ক্যামেরার ফ্ল্যাশের বাইরে, সেই সময় দেখা যায়, তিনি ওরির সঙ্গে মজা করছেন। ওরির সঙ্গে ঊর্বশীর সেই মজার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে দেখা যায়, ওরি যখন মোবাইলের ক্যামেরা অন করে কথা বলছেন, সেই সময় পিছন থেকে ঊর্বশী হাজির হলে, তাঁর গাউন ওরির উপর ফেলেন। অর্থাৎ ঊর্বশীর কালো রঙের বলগাউনের ভিতরে আটকে যান ওরি। কয়েক মুহূর্ত ঊর্বশীর গাউনেই নীচেই ওরিকে আটকে থাকতে দেখা যায়। নিজের গাউন ওরির উপর ফেলে হাসতে শুরু করেন ঊর্বশী। তবে কোনওক্রমে ঊর্বশীর গাউন থেকে নিজেকে মুক্ত করে ওরি হাসি মুখে ফের ক্যামেরার সামনে হাজির হন। ঊর্বশীর গাউনের নীচ থেকে মুক্ত হয়ে নাক কুঁচকোতেও দেখা যায় ওরিকে।

আরও পড়ুন: Urvashi Rautela Wears Torned Dress at Cannes 2025: বগলের কাছে ফাটা, কানের লাল গালিচায় অজান্তেই ছেঁড়া পোশাকে হাঁটলেন উর্বশী, দেখুন ভিডিও

দেখুন ওরি কীভাবে ঢাকা পড়লেন ঊর্বশীর গাউনের নীচে...

 

 

View this post on Instagram

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement