War 2 Teaser Out: মুখোমুখি মারকাটারি অ্যাকশনে হৃত্বিক-এনটিআর, ছেড়ে কথা বলবে না কেউ, সামনে এল 'ওয়ার ২'এর জমজমাট টিজার
মারকাটারি অ্যাকশন আর জমজমাট রোমাঞ্চে ভরা ছবিতে মুখোমুখি হৃতিক এবং এনটিআর। একজন নায়ক অপরজন খলনায়ক। ছবিতে নারী চরিত্রে রয়েছেন কিয়ারা আডবাণী।
সহ-অভিনেতা জুনিয়র এনটিআর-কে (Jr NTR) জন্মদিনে চমক দেবেন সে কথা আগেই বলেছিলেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)। যেমন কথা তেমন কাজ। মঙ্গলবার, ২০ মে দক্ষিণী তারকার জন্মদিনে সামনে এল 'ওয়ার ২'এর টিজার (War 2 Teaser Out)। মারকাটারি অ্যাকশন আর জমজমাট রোমাঞ্চে ভরা ছবিতে মুখোমুখি হৃতিক এবং এনটিআর। একজন নায়ক অপরজন খলনায়ক। ছবিতে নারী চরিত্রে রয়েছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। হৃত্বিকের সঙ্গে কিয়ারাকে প্রথমবার রোম্যান্টিক দৃশ্যে দেখা যাবে। ১ মিনিট ৩৪ সেকেন্ডের টিজার থেকে এক মিলি সেকেন্ডের জন্যেও চোখ ফেরানো মুশকিল। যশরাজ ফিল্মস প্রযোজিত অন্যতম জনপ্রিয় স্পাই ইউনিভার্স 'ওয়ার ২' (War 2) পরিচালনা করেছেন অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji)। তবে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান সম্পর্কের টানাপড়েনের জেরে ছবির চিত্রনাট্যে কিছু বদল করতে হয়েছে।
সামনে এল 'ওয়ার টু'র মারকাটারি টিজারঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)