Katrina Kaif Birthday: 'তোমার সঙ্গে স্মৃতি তৈরি করা...' জন্মদিনে ক্যাটরিনাকে ভালোবাসায় মোড়ালেন ভিকি
২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানে গিয়ে ডেসটিনেশন বিবাহ সেরেছিলেন ক্যাট এবং ভিকি। বলিউড জুটির বিবাহ উপলক্ষ্যে রণথম্ভোরের সিক্স সেন্স ফোর্ট বারোয়ারা দুর্গটি সেজে উঠেছিল রানির বেশে।
স্ত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif Birthday) জন্মদিনে স্বামী ভিকি কৌশলের (Vicky Kaushal) আদুরে শুভেচ্ছা। লিখলেন, 'তোমার সঙ্গে নতুন নতুন স্মৃতি তৈরি করা আমার জীবনের সবচেয়ে প্রিয় অংশ। শুভ জন্মদিন আমার ভালোবাসা'। আম্বানি পুত্র অনন্তের বিয়ের অনুষ্ঠান কাটিয়ে ফের দেশ ছেড়েছেন নায়িকা। এদিকে সোমবার রাতে বিমানবন্দরে দেখা গিয়েছে ভিকিকেও। প্রতি বছরের মত এই বারেও ক্যাটরিনার জন্মদিন একসঙ্গে কাটাতে 'ব্যাড নিউজ' (Bad Newz) অভিনেতা উড়ে গিয়েছেন বলেই মনে করছে নেটমহল। বিয়ের পর থেকে জন্মদিন একসঙ্গে দেশের বাইরেই কাটান দম্পতি। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানে গিয়ে ডেসটিনেশন বিবাহ সেরেছিলেন ক্যাট এবং ভিকি। বলিউড জুটির বিবাহ উপলক্ষ্যে রণথম্ভোরের সিক্স সেন্স ফোর্ট বারোয়ারা (Six Senses Fort Barwara) দুর্গটি সেজে উঠেছিল রানির বেশে।
দেখুন ভিকির পোস্ট...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)