Stree 2: 'স্ত্রী টু'র সাফল্য উদযাপন পার্টিতে তামান্নার মন মাতানো নাচ, মোহিত হয়ে নিজেকে সামলাতে না পেরে একি করলেন বিজয়

'স্ত্রী ২'র সাকসেস পার্টি-তে ছবির গান 'আজ কি রাত'এ জমিয়ে নাচলেন তমান্না ভাটিয়া। কালো স্লিভলেস বডিকন পোশাকে তামান্নার অনবদ্য নাচ দেখে কুপোকাত শ্রদ্ধা, কৃতিরাও।

Tamannaah Bhatia grooves Aaj Ki Raat Song (Photo Credits: X)

১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেয়েছিল স্ত্রী টু (Stree 2)। মাত্র চার দিনের মধ্যেই ছবির ব্যবসা ২০০ কোটি পার করেছে। 'স্ত্রী টু'র সাফল্য উদযাপনে ছবির তারকাদের জন্যে আয়োজন করা হয়েছিল 'সাফসেস পার্টি' (Stree 2 Success Party)। ছবির তারকাদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছেন আরও বেশ কয়েকজন তারকাকেও। 'স্ত্রী ২'র সাকসেস পার্টি-তে ছবির গান 'আজ কি রাত'এ (Aaj Ki Raat) জমিয়ে নাচলেন তমান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। কালো স্লিভলেস বডিকন পোশাকে তামান্নার অনবদ্য নাচ দেখে কুপোকাত শ্রদ্ধা (Shraddha Kapoor), কৃতিরাও (Kriti Sanon)। ছবিতে এই গানের জন্যে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়েছেন তামান্না। সাকসেস পার্টিতে প্রেমিকার মন মাতানো নাচ দেখে নিজেকে সামলাতে পারলেন না অভিনেতা বিজয় বর্মা (Vijay Varma)। উত্তেজনার বশে সিটি বাজাতে লাগলেন তিনি।

বিজয়ের কাণ্ড দেখ... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now