Jatadhara: দু-চোখ দিয়ে যেন ভস্ম করে দেবে গোটা জগতকে, 'জটাধারা'তে সোনাক্ষীর বীভৎস চেহারা
উসকোখুসকো চুল। দুচোখ ভরা কাজল। টিকালো নাক। আঙুলে বড় বড় নখ। এক হাত দিয়ে মুখের অর্ধেকটা ঢেকে রেখেছেন। দু চোখ দিয়ে যেন ভস্ম করে দেবে গোটা জগতকে।
এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। দক্ষিণী তারকা সুধীর বাবুর সঙ্গে পর্দা ভাগ করে নিতে চলেছেন বলি সুন্দরী। ভেঙ্কট কল্যাণ পরিচালিত এবং বহুল প্রতীক্ষিত অতিপ্রাকৃত থ্রিলার 'জটাধারা'র (Jatadhara) মাধ্যমেই তেলুগু ছবিতে অভিষেক হতে চলেছে সোনাক্ষীর। আজ ৮ মার্চ 'আন্তর্জাতিক নারী দিবস'এর দিন নির্মাতারা প্রকাশ করেছেন ছবিতে শত্রুঘ্ন কন্যার প্রথম ঝলক। জটাধারাতে জটাধারী অবতারেই দেখা গিয়েছে নায়িকাকে। উসকোখুসকো চুল। দুচোখ ভরা কাজল। টিকালো নাক। আঙুলে বড় বড় নখ। এক হাত দিয়ে মুখের অর্ধেকটা ঢেকে রেখেছেন। দু চোখ দিয়ে যেন ভস্ম করে দেবে গোটা জগতকে।
'জটাধারা'য় সোনাক্ষীর লুকঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)