Rowdy Rathore 2: ভুল ভুলাইয়া ২-র পর এবার রাওডি রাঠোর ২ থেকে বাদ অক্ষয় কুমার, পরিবর্তে কে?
রোহিত শেট্টি পরিচালিত আসন্ন ছবি ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’এ পুলিশের চরিত্রে অভিনয়ের পরেই নাকি রাওডি রাঠোর টু'র জন্যে সিদ্ধার্থের কথা ভাবনা চিন্তা করছেন নির্মাতারা।
মুম্বই, ১১ এপ্রিলঃ ভুল ভুলাইয়া ২-র (Bhool Bhulaiyaa 2) পর এবার রাওডি রাঠোর ২ থেকে বাদ অক্ষয় কুমার অক্ষয় কুমারের (Akshay Kumar) রাওডি রাঠোরের (Rowdy Rathore) সিকুয়্যাল নিয়ে বড় ঘোষণা। রাওডি রাঠোর টু’তে (Rowdy Rathore 2) পুলিশের চরিত্রে 'আক্কি'র দেখা যেতে পারে সিদ্ধার্থ মালহোত্রাকে (Sidharth Malhotra)। রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত আসন্ন ছবি ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’এ (Indian Police Force) পুলিশের চরিত্রে অভিনয়ের পরেই নাকি রাওডি রাঠোর টু'র জন্যে সিদ্ধার্থের কথা ভাবনা চিন্তা করছেন নির্মাতারা। শীঘ্রই সিদ্ধার্থ মালহোত্রা ছবির জন্যে শুটিং শুরু করবেন বলেই খবর।
রাওডি রাঠোর টু নিয়ে বড় ঘোষণা...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)