Shilpa Shetty On Shah Rukh Khan: ছাদে উঠবেন না কেউ, শিল্পাকে কী বললেন শাহরুখ খান
শাহরুখ খান এবার ৬০ বছরে পড়লেন। রোমান্স কিং-এর বয়স যে শুধু নামে হয়েছে,তা বলার অপেক্ষা রাখে না। তাইতো বাজ়িগর থেকে জওয়ান, শাহরুখের জাদু অব্যাহত। শিল্পা শেট্টি থেকে কাজল কিংবা দীপিকা পাড়ুকোন, শাহরুখের বিপরীতে কাজ করেছেন বলিউডের একের পর এক প্রথম সারির অভিনেত্রী। তাই শাহরুখ ম্যাজিক যেন অব্যাহত। এলার শাহরুখের ৬০ বছরের জন্মদিনে তাঁকে অন্যরকমভাবে শুভেচ্ছা জানান শিল্পা শেট্টি।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে শিল্পা লেখেন, শাহরুখ তাঁর প্রথম হিরো। বাজ়িগর থেকে তাঁদের যাত্রা শুরু হয়েছিল। জেনারেনশন এ থেকে জ়েড, প্রত্যেককে শাহরুখের কাছে রোমান্স শিখতে হবে বলে মন্তব্য করেন শিল্পা। পাশাপাশি জন্মদিনে শাহরুখের সুস্বাস্থ্যের প্রার্থনাও করেন শিল্পা শেট্টি।
যা দেখে পালটা উত্তর দেন শাহরুখ খান। তিনিও পালটা শিল্পাকে ভালবাসা জানান। তবে এ থেকে জ়েড, যে জেনারেশনই হোক না কেন, বাজ়িগরের মত কেউ যেন ছাদে না যান হটাৎ করে, সেই কথা বলতে শোনা যায় এসআরকে-কে।
আরও পড়ুন: Shah Rukh Khan Birthday: জন্মদিনে মন খারাপ শাহরুখের, ভক্তদের কাছে কেন ক্ষমা চাইলেন কিং খান?
দেখুন শাহরুখের জন্মদিনে শিল্পার পোস্ট এবং তাতে এসআরকে-র উত্তর...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)