Saif Ali Khan Attack Case: সইফের উপর হামলায় বাংলার যোগ! খুকুমণিকে খুঁজতে রাজ্যে এল মুম্বই পুলিশের দল
এ রাজ্যে থাকাকালীন খুকুমণি জাহাঙ্গির শেখের- নামে তোলা একটি সিম কার্ড ব্যবহার করতেন অভিযুক্ত। গ্রেফতারির পর শরিফুলের কাছ থেকে উদ্ধার হওয়া সিম কার্ডটি পরীক্ষার পর দেখা যায় ওটি আসলে খুকুমণি জাহাঙ্গির শেখের নামে রয়েছে।
সইফ-কাণ্ডের তদন্তে (Saif Ali Khan Attack Case) এবার রাজ্যে এল মুম্বই পুলিশের একটি দল। আজ রবিবার, মুম্বই পুলিশের দুই সদস্যের একটি দল পৌঁছল পশ্চিমবঙ্গে। জানা যাচ্ছে, বাংলাদেশ থেকে অবৈধ পথে প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন অভিযুক্ত। সেখানেই কিছু দিন ছিলেন সইফ আলি খানের উপর হামলার ঘটনায় ধৃত শরিফুল ইসলাম শেহজাদ। এ রাজ্যে থাকাকালীন খুকুমণি জাহাঙ্গির শেখের- নামে তোলা একটি সিম কার্ড ব্যবহার করতেন অভিযুক্ত। গ্রেফতারির পর শরিফুলের কাছ থেকে উদ্ধার হওয়া সিম কার্ডটি পরীক্ষার পর দেখা যায় ওটি আসলে খুকুমণি জাহাঙ্গির শেখের নামে রয়েছে। কে এই খুকুমণি? তাঁর সঙ্গে শরিফুলের কী যোগ? সইফের বাড়ি প্রবেশের গোটা পরিকল্পনা কি তাঁর জানা ছিল আগে থেকে? আরও একগুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজতে খুকুমণিকে জেরা করা খুব প্রয়োজন। তাই খুকুমণির খোঁজেই বাংলায় এসেছে মুম্বই পুলিশের দল।
খুকুমণির খোঁজে রাজ্যে মুম্বই পুলিশঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)