Raashii Khanna: পাহাড়ের কোলে সুইমিং পুলে গা ডুবিয়েছেন রাশি, লাল মনোকিনিতে নায়িকার সিক্ত শরীরে চোখ সেঁকছেন অনুরাগীরা, দেখুন ছবি
নির্জনে নিরিবিলিতে উপভোগ করছেন মনোরম প্রকৃতিকে। নেই শহরের কলতানি আর কোলাহল। লাল বুক চেরে মনোকিনিতে সুইমিং পুলে স্নান করার ছবি শেয়ার করলেন রাশি।
কর্মব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে পাহাড়ের কোলে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী রাশি খান্না (Raashii Khanna)। নির্জনে নিরিবিলিতে উপভোগ করছেন মনোরম প্রকৃতিকে। নেই শহরের কলতানি আর কোলাহল। লাল বুক চেরে মনোকিনিতে সুইমিং পুলে স্নান করার ছবি শেয়ার করলেন রাশি। একান্ত যাপনের সেই ছবি ইনস্টা হ্যান্ডেল থেকে শেয়ার করে রাশি লিখেছেন, 'হারিয়ে গিয়েছি। আর চাই না আমায় কেউ খুঁজে পাক'। মনোকিনিতে নায়িকার সিক্ত শরীর দেখে চোখ সেঁকছেন অনুরাগীরা। লাল রঙের মনোকিনিতে নায়িকার বক্ষযুগল অর্ধ উন্মুক্ত। খোলা রয়েছে পিঠ। তবে কোথায় বেড়াতে গিয়েছেন কিংবা কার সঙ্গেই বা গিয়েছেন তা কোন কিছুই প্রকাশ করেননি রাশি।
লাল মনোকিনিতে সিক্ত শরীরে রাশিঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)