OMG 2: অক্ষয় কুমারকে 'থাপ্পড়' মারলে মিলবে ১০ লক্ষ টাকা, ঘোষণা রাষ্ট্রীয় হিন্দু পরিষদের
'আপত্তিমূলক দৃশ্য' এবং হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত, এই অভিযোগ তুলে প্রেক্ষাগৃহে ওএমজি টু-এর প্রদর্শনে নিষেধাজ্ঞার দাবি করে সরব হয়েছেন রাষ্ট্রীয় হিন্দু পরিষদের সদস্যরা।
গতকালি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত 'ওহ মাই গড টু' (OMG 2)। দেবদেবী নিয়ে ছবি মানেই তা নিয়ে বিতর্ক ধরাবাঁধা।। ব্যক্তিক্রম হয়নি এই ছবি ক্ষেত্রেও। 'আপত্তিমূলক দৃশ্য' এবং হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত, এই অভিযোগ তুলে প্রেক্ষাগৃহে ওএমজি টু-এর প্রদর্শনে নিষেধাজ্ঞার দাবি করে সরব হয়েছেন রাষ্ট্রীয় হিন্দু পরিষদের (Rashtriya Hindu Parishad) সদস্যরা। এখানেই থেমে নেই এই হিন্দুত্ববাদী সংগঠন। ছবির অভিনেতা অক্ষয় কুমারকে 'থাপ্পড়' মারার জন্যে পুরস্কার ঘোষণা করেছেন রাষ্ট্রীয় হিন্দু পরিষদ আগ্রা ইউনিটের প্রধান গোবিন্দ পরাশর। অভিনেতাকে যে 'থাপ্পড়' মারতে পারবেন তাঁকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা, এমন ঘোষণা করা হয়েছে সংগঠনের তরফে।
আরও পড়ুনঃ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই স্ত্রী-সন্তানদের নিয়ে শপিংয়ে ফারদিন, সবটাই রটনা