Nargis Fakhri and Tony Beig Go To Switzerland For Honeymoon: বিয়ে সেরেই মধুচন্দ্রিমা, কোথায় পাড়ি দিলেন নার্গিস এবং টনি?

দীর্ঘদিনের প্রেমিক তথা উদ্যোগপতি টনি বেগের সঙ্গে লস অ্যাঞ্জেলসে সাতপাক ঘুরেছেন নার্গিস। একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে দিয়ে নার্গিস এবং টনির চারহাত এক হয়েছে।

Nargis Fakhri and Tony Beig Go To Switzerland For Honeymoon (Photo Credits: Instagram)

এক্কেবারে চুপিসারে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি (Nargis Fakhri)। রণবীরের রকস্টার নায়িকার বিয়ের সংবাদ কাকপক্ষীতেও টের পায়নি। দীর্ঘদিনের প্রেমিক তথা উদ্যোগপতি টনি বেগের (Tony Beig) সঙ্গে লস অ্যাঞ্জেলসে সাতপাক ঘুরেছেন নার্গিস। একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে দিয়ে নার্গিস এবং টনির চারহাত এক হয়েছে। বিয়ে সেরেই নবদম্পতি পাড়ি দিয়েছেন সুইজারল্যান্ড (Switzerland)। মধুচন্দ্রিমার ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন টনি। যদিও অভিনেত্রী কিংবা টনি দুজনের কেউই এখনও তাঁদের বিয়ের খবরে কোন নিশ্চয়তা দেয়নি।

সুইজারল্যান্ডে নার্গিস এবং টনির মধুচন্দ্রিমাঃ

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now