Khatron Ke Khiladi 13: খতরো কে খিলারী-র শুটিং সেটে বিপত্তি, দক্ষিণ আফ্রিকায় রক্তাক্ত কান্ড

স্টান্ট শুটের মাঝে থুতনিতে চোট পেলেন প্রতিযোগী অর্চনা গৌতম। থুতনিতে পড়ল সেলাই।

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে (Cape Town) জোরকদমে চলছে খতরো কে খিলারী সিজিন ১৩-র (Khatron Ke Khiladi 13) শুটিং। আর 'খতরো কে খিলারী' মানেই ভয়ানক সব স্টান্ট। এরই মাঝে ঘটে গেল বিপত্তি। স্টান্ট শুটের মাঝে থুতনিতে চোট পেলেন প্রতিযোগী অর্চনা গৌতম (Archana Gautam)। বিগ বস তারকার জখম থুতনিতে পড়েছে সেলাই। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ারও করেছিলেন অর্চনা।

আরও পড়ুনঃ  রাবণ-এর চরিত্র করবেন না যশ, ফেরালেন রণবীর-আলিয়ার সঙ্গে অভিনয়ের প্রস্তাব

খাতরো কে খিলারী-র শুটিং সেটে বিপত্তি... 

 

View this post on Instagram

 

A post shared by ETimes TV (@etimes_tv)