Katrina Kaif and Vicky Kaushal: প্রিয় বন্ধুর বিয়েতে ভিকির সঙ্গে ক্যাটরিনা, স্বামীর নামে পড়লেন মেহেন্দি, দম্পতির মিষ্টি ছবি ফাঁস

অন্তরঙ্গ খ্রিস্টান বিয়ের অনুষ্ঠান থেকে ক্যাট-ভিকির ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ছবিগুচ্ছের মধ্যে থেকেই একটি চোখ টেনেছে নেটিবাসীর।

Katrina Kaif and Vicky Kaushal (Photo Credits: Instagram)

প্রিয় বন্ধুর বিয়েতে স্বামী ভিকির নামে মেহেন্দি পড়লেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চলচ্চিত্র নির্মাতা কারিশমা কোহলি। প্রিয় বন্ধুর বিয়েতে স্বামী ভিকি কৌশল (Vicky Kaushal), দেওর সানি কৌশল এবং বোন ইসাবেলাকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন ক্যাটরিনা। ওই অন্তরঙ্গ খ্রিস্টান বিয়ের অনুষ্ঠান থেকে ক্যাট-ভিকির ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ছবিগুচ্ছের মধ্যে থেকেই একটি চোখ টেনেছে নেটিবাসীর। স্বামী ভিকির জন্যে মেহেন্দি পড়েছেন নায়িকা। হাতের উপরের বাহুতে তাঁর এবং ভিকির নামের আদ্যক্ষর জ্বলজ্বল করছে। মেহেন্দি দিয়ে তিনি লিখিয়েছেন 'VK'। বিয়ের অনুষ্ঠানে নায়িকাকে ফ্লেয়ারড অফ-শোল্ডার হালকা গোলাপি রঙের একটি গাউনে দেখা গিয়েছে। ভিকির পরনে ছিল কালো ব্লেজার।

ক্যাটরিনার হাতে VK মেহেন্দিঃ

 

View this post on Instagram

 

A post shared by ❤︎𝓿𝓲𝓬𝓴𝓮𝔂 𝓴𝓪𝓽𝓻𝓲𝓷𝓪 ❤︎ (@vickey_katrina__07)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement