Janhvi Kapoor vs Tamanna Katoch Rampwalk: ফ্যাশন মঞ্চে মুখ পোড়ালেন জাহ্নবী, তরুণী মডেল দিলেন দশ গোল, দেখুন
শ্রীদেবী কন্যা জাহ্নবীর র্যাম্পওয়াক দেখে নেটবাসীর মত, নায়িকা রানওয়ে ধরে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলেছেন। এদিকে তাঁর ঠিক পিছনে আসা তামান্নার মার্জিত এবং আত্মবিশ্বাসী র্যাম্পওয়াক প্রশংসিত হয়েছে।
সদ্য ল্যাকমে ফ্যাশন শোয়ের (Lakme Fashion Week 2025) মঞ্চে বাঙালিয়ানা বেশে নজর কেড়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। এবার সেই ফ্যাশন মঞ্চে হেঁটে তুমুল কটাক্ষের শিকার হলেন বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। বরং চোখ টানলেন নায়িকার ঠিক পিছনে হাঁটা এক মডেল। জানা যাচ্ছে ওই তরুণীর নাম তামান্না কাটোচ (Tamanna Katoch)। ল্যাকমে ফ্যাশন শোয়ের মঞ্চে বলি নায়িকাকে বলে বলে দশ গোল দিলেন ওই তরুণী মডেল। এদিনের ফ্যাশন শোয়ের বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে শ্রীদেবী কন্যা জাহ্নবীর র্যাম্পওয়াক দেখে নেটবাসীর মত, নায়িকা রানওয়ে ধরে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলেছেন। এদিকে তাঁর ঠিক পিছনে আসা তামান্নার মার্জিত এবং আত্মবিশ্বাসী র্যাম্পওয়াক প্রশংসিত হয়েছে।
আরও পড়ুনঃ নিকষ কালো বেশে বাঙালিবাবু প্রসেনজিৎ, ফ্যাশন মঞ্চে আগুন জ্বালালেন বুম্বাদা
ফ্যাশন মঞ্চে জাহ্নবীকে দশ গোল দিলেন তরুণী মডেলঃ
কটাক্ষের মুখে জাহ্নবীর র্যাম্পওয়াকঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)