Krrish 4: দায়িত্ব ছাড়লেন রাকেশ রোশন! হৃত্বিকের কৃষ-৪ পরিচালনা করবেন ইনি

এতো দিন অবধি কৃষ ফ্রাঞ্চাজির সকল ছবিই পরিচালনা করেছিলেন অভিনেতার বাবা তথা পরিচালক রাকেশ রোশন। তবে শোনা যাচ্ছে, কৃষ এর চতুর্থ ভাগের পরিচালনা করবেব না তিনি।

Krrish (Photo Credits: Youtube)

মুম্বই, ১ মেঃ ভারতের সুপারহিরো ফ্রাঞ্চাইজির মধ্যে কৃষ (Krrish) অত্যন্ত জনপ্রিয়। মুখ্য চরিত্রে হৃত্বিক রোশন (Hrithik Roshan)। এবার আসছে কৃষ ৪ (Krrish 4)। এতো দিন অবধি কৃষ ফ্রাঞ্চাজির সকল ছবিই পরিচালনা করেছিলেন অভিনেতার বাবা তথা পরিচালক রাকেশ রোশন (Rakesh Roshan)। তবে শোনা যাচ্ছে, কৃষ এর চতুর্থ ভাগের পরিচালনা করবেব না তিনি। কৃষ ৪ এর পরিচালনার দায়িত্ব নিয়েছেন ‘অগ্নিপথ’ (Agneepath) পরিচালক করণ মালহোত্রা। আগামী বছর থেকেই হৃত্বিক শুরু করবেন কৃষ ৪ এর শুটিং।

আরও পড়ুনঃ এ আর রহমানের কনসার্টের মাঝপথে মঞ্চে পুলিশ, থামানো হল শো

আসছে কৃষ ৪... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)