Diljit Dosanjh: রাশিয়া থেকে দিলজিতের কনসার্টে এসেছেন তরুণী, ভক্তকে খালি হাতে ফেরালেন না গায়ক, ভিড়ের মধ্যেই দিলেন উপহার

পছন্দের গায়কের থেকে পাওয়া সেই উপহার তাঁর কাছে ট্রফির চাইতে কম কিছু নয়। কনসার্ট শেষে উপহারে পাওয়া ওই সুটকেসের সঙ্গে সেলফিও তোলেন অন্যান্য ভক্তরা।

Diljit Dosanjh Gifts Suitcase to a Russian Female Fan During His Concert (Photo Credits: Instagram)

শনিবার রাতে দিল্লি জহরলাল নেহেরু স্টেডিয়াম (Jawaharlal Nehru Stadium) আয়োজিত হয়েছিল দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট (Diljit Dosanjh Concert)। উপচে পড়া ভিড়ের মাঝে এক বিদেশি মহিলা ভক্তকে বিশেষ উপহার দিলেন গায়ক। নিজের অভূতপূর্ব সেই অভিজ্ঞতা নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাশিয়ার ওই তরুণী। শনিবার দিলজিতের জমাটি কনসার্টে গায়কের থেকে আস্ত সুটকেস উপহার পেয়েছন তিনি। ওই তরুণী রাশিয়া থেকে তাঁর কনসার্টে এসেছেন শুনে খানিক অবাকই হন দিলজিৎ। এরপরেই নিজের সুইকেসটি তাঁকে উপহারে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আহ্লাদে আটখানা ওই তরুণীর খুশি একেবারে সপ্তম আকাশে পৌঁছেছে। পছন্দের গায়কের থেকে পাওয়া সেই উপহার তাঁর কাছে ট্রফির চাইতে কম কিছু নয়। কনসার্ট শেষে উপহারে পাওয়া ওই সুটকেসের সঙ্গে সেলফিও তোলেন অন্যান্য ভক্তরা।

আহ্লাদে আটখানা দিলজিতের ওই ভক্ত... 

 

View this post on Instagram

 

A post shared by Dinara ~ India lover 🇮🇳 (@dijidol)

ভক্তকে সুটকেস উপহার দিলজিতের... 

 

View this post on Instagram

 

A post shared by Dinara ~ India lover 🇮🇳 (@dijidol)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif