Delhi High Court: সুশান্তের মৃত্যুরহস্য নিয়ে সিনেমা, এই ছবির মুক্তি স্থগিতের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট
“ন্যায়: দ্য জাস্টিস” ছবির মুক্তি স্থগিতের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট৷ মৃত ছেলে সুশান্ত সিং রাজপুতের নাম ভাঙিয়ে কেউ ব্যবসা করুক, খ্যাতি অর্জন করুক৷ তাতে না পসন্দ কৃষ্ণা সিং রাজপুতের, তাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷
“ন্যায়: দ্য জাস্টিস” ছবির মুক্তি স্থগিতের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট৷ মৃত ছেলে সুশান্ত সিং রাজপুতের নাম ভাঙিয়ে কেউ ব্যবসা করুক, খ্যাতি অর্জন করুক৷ তাতে না পসন্দ কৃষ্ণা সিং রাজপুতের, তাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷ উদ্দেশ্য ছিল, “ন্যায়: দ্য জাস্টিস” নামের ছবির মুক্তি স্থগিত করে দেওয়া৷ মূলত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের ভিত্তিতে সিনেমার প্রেক্ষাপট৷ মামলাটি আদালতে উঠলে এজলাসে দাঁড়িয়ে রীতিমতো তর্ক করেছিলেন ছবির পরিচালক৷ তাঁর বক্তব্য ছিল, এই ছবির সঙ্গে সুশান্তের মৃত্যু, জীবনের ঘটনাপ্রবাহের কোনও মিল নেই৷ এমনকী মৃত অভিনেতার নামও ছবিতে ব্যবহার কার হয়নি৷