Dhirajlal Shah Dies: চলে গেলেন ধিরাজলাল, প্রযোজকের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে
গত ২০ দিন আগেই স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছিল তাঁকে। ধীরে ধীরে প্রযোজকের কিডনি এবং হার্ট ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। ১১ মার্চ হাসপাতালে মাল্টিপল অর্গন ফেলিওরে মৃত্যু হয়েছে ধিরাজলালের।
বলিউডের খ্যাতনামা প্রযোজক ধিরাজলাল শাহের প্রয়াণে শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। ১১ মার্চ মাল্টিপল অর্গন ফেলিওর (Multiple Organ Failure) হয়ে মৃত্যু হয়েছে প্রবীণ প্রযোজকের। মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। ধিরাজলালের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর ভাই জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাঁর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীকালে তাঁর ফুসফুসে সমস্যা দেখা দেয়। গত ২০ দিন আগেই স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছিল তাঁকে। ধীরে ধীরে প্রযোজকের কিডনি এবং হার্ট ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। ১১ মার্চ হাসপাতালে মাল্টিপল অর্গন ফেলিওরে মৃত্যু হয়েছে ধিরাজলালের।
প্রযোজকের মৃত্যু...