Saif Ali Khan: রক্তে ভিজে গিয়েছিল সইফের পোশাক, গাড়ি নয় অটোয় চেপে পৌঁছলেন হাসপাতাল, সঙ্গে খুদে তৈমুর
চালক এও জানান, ওই সময়ে সইফের সঙ্গে একজন বাচ্চা এবং পরিচিত একজন ছিলেন, মোট তিন জন। ওই বাচ্চাটি তৈমুর বলেই আন্দাজ নেটবাসীর।
নবারের বাড়ির নিরাপত্তার ঘেরাটোপ পার করে গভীর রাতে সোজা অন্দরে দুষ্কৃতী হানা। ছুরি দিয়ে হামলা। রক্তাক্ত অবস্থায় বাড়ির গাড়িতে নয়, বরং রাস্তা থেকে অটো ধরে লীলাবতী হাসপাতাল পৌঁছেছিলেন সইফ আলি খান (Saif Ali Khan)। সেদিন যে অটোচালক অভিনেতাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন তিনি আদেও সেই সময় বোঝেননি তাঁর অটোতে বলিউডের কোন তারকা জখম অবস্থায় উঠেছেন। ভোররাত ২-৩টের সময় কোন তারকা আহত অবস্থার অটোর অপেক্ষা করবেন এ তাঁর স্বপ্নের অতীত ছিল। অটোচালক ভজন সিং জানান, হাসপাতালে পৌঁছনোর পর ওই ব্যক্তি যখন চিকিৎসার জন্যে নিজের পরিচয় দেন, তখন অভিনেতার পরিচয় জানেন তিনি। চালক এও জানান, ওই সময়ে সইফের সঙ্গে একজন বাচ্চা এবং পরিচিত একজন ছিলেন, মোট তিন জন। ওই বাচ্চাটি তৈমুর বলেই আন্দাজ নেটবাসীর।
আরও পড়ুনঃ রক্তে ভিজে গিয়েছিল সইফের পোশাক, গাড়ি নয় অটোয় চেপে পৌঁছলেন হাসপাতাল, সঙ্গে খুদে তৈমুর
চিনতেই পারেননি সইফকেঃ
রক্তে ভিজে গিয়েছিল পোশাকঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)