Anil Kapoor: এক ফ্রেমে শ্রীবেদী-সতীশ, ৩০ বছর আগের স্মৃতিতে বিভোর অনীল কাপুর

সতীশ কৌশিকের পরিচালনায় ‘রূপ কি রানি চোর কা রাজা’ ছবিতে জুটিতে অভিনয় করেছিলেন অনীল কাপুর এবং শ্রীদেবী।

Anil Kapoor, Satish Kaushik, Sridevi (Photo Credits: Facebook and Instagram)

মুম্বই, ১৬ এপ্রিলঃ এক ফ্রেমে দুই প্রয়াত তারকা। শ্রীদেবী (Sridevi) এবং সতীশ কৌশিক (Satish Kaushik)। দুই প্রতিভার প্রয়াণে মুখ ভার হয়েছিল বলিউডের। সতীশ কৌশিকের পরিচালনায় ‘রূপ কি রানি চোর কা রাজা’ (Roop Ki Rani Choron Ka Raja) ছবিতে জুটিতে অভিনয় করেছিলেন অনীল কাপুর (Anil Kapoor) এবং শ্রীদেবী (Sridevi)। প্রয়াত পরিচালক এবং নায়িকার সঙ্গে পুরনো ছবি শেয়ার করলেন বর্ষীয়ান অভিনেতা। অনীল কাপুর লিখেছেন, ‘হয়তো এই ছবিতা বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেন। কিন্তু আমাদের হৃদয় দিয়ে তৈরি হয়েছিল এই ছবি, যা ৩০ বছর আগে পরিচালনা করেছিলেন আমার বন্ধু সতীশ কৌশিক। আমি বিশ্বাস করি প্রতিটা কাজ থেকেই আমরা কিছু অভিজ্ঞতা এবং ভালো স্মৃতি অর্জন করি’।

৩০ বছর আগের ছবি... 

 

View this post on Instagram

 

A post shared by anilskapoor (@anilskapoor)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)