Batmobile In Bollywood: স্ত্রীর বার্থডে গিফট ব্যাট মোবাইল সুপার কার! বলিউড পরিচালকের কাণ্ডে হইচই নেটপাড়ায়, (দেখুন ছবি)

স্ত্রীর জন্মদিনে তাঁর স্বপ্নের উপহার দিয়ে চমকে দিলেন বলিউডের কোরিগ্রাফার চিত্র পরিচালক আহমেদ খান৷ আর বার্থ ডে গার্লের উপহারটি দেখলে তো চোখে কপালে উঠবে৷

স্ত্রীর জন্মদিনে তাঁর স্বপ্নের উপহার দিয়ে চমকে দিলেন বলিউডের কোরিগ্রাফার চিত্র পরিচালক আহমেদ খান৷ আর বার্থ ডে গার্লের উপহারটি দেখলে তো চোখে কপালে উঠবে৷ যেমন তেমন উপহার নয়, একেবারে তাক লাগানো উপহার৷ স্ত্রী শায়রা আহমেদ খানকে তাঁর জন্মদিনে দুর্লভ ব্যাট মোবাইল গাড়ি (Batmobile Super Car) উপহার দিয়েছেন বাঘি-৩ র পরিচালক৷ ১৯৮৯ সালে ব্যাটম্যান সিনেমায় ব্যবহৃত গাড়ির অনুকরণেই এটি তৈরি করা হয়েছে৷

 

View this post on Instagram

 

A post shared by Shaira Ahmed Khan (@shairaahmedkhan)

উপহার পেয়ে দারুণ খুশি শায়রা সোশ্যাল মিডিয়াতেই স্বামীকে ধন্যবাদ দিয়েছেন, স্বপ্ন সত্যি হওয়ায় তিনি আপ্লুত৷ কমেন্ট বক্সে উচ্ছাস প্রকাশ করেছেন দিশা পাটানি, জেলেনিয়া ডিসুজা-সহ অনেকেই৷ ব্যাট মোবাইল গাড়ির সঙ্গে রীতিমতো পোজ দিয়ে ছবি তুলেছেন শায়রা আহমেদ৷ সেই ছবি নেটদুনিয়ায় হইচই ফেলে দিয়েছে৷  

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)