Kareena Kapoor: ছবি মুক্তির উৎকণ্ঠার আগে হাওয়া বদল, তানজানিয়া থেকে 'ক্রু'র দিন গুনছেন করিনা

সেরেনগেটি থেকে সূর্যোদয়ের ছবি তুলে ধরলেন নায়িকা। সেই সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে জানালেন, ২৯ মার্চ ক্রু-এর মুক্তির অপেক্ষায় দিন গুনছেন তিনি।

Kareena Kapoor Vacation in Serengeti, Tanzania (Photo Credits: Instagram)

সামনেই আসন্ন ছবি 'ক্রু'এর (Crew) মুক্তি। ছবি মুক্তির আগে হাওয়া বদলে গেলেন অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। সপরিবারে নায়িকা পাড়ি দিয়েছেন তানজানিয়ার (Tanzania) সেরেনগেটিতে (Serengeti)। তবে অনুরাগীদের সঙ্গে বেড়ানোর খুঁটিনাটি তুলে ধরতে কখনই ভোলেন না সইফ ঘরণী। সেরেনগেটি থেকে সূর্যোদয়ের ছবি তুলে ধরলেন নায়িকা। সেই সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে জানালেন, ২৯ মার্চ ক্রু-এর মুক্তির অপেক্ষায় দিন গুনছেন তিনি। রাজেশ এ কৃষ্ণন পরিচালিত এই ছবিতে করিনা ছাড়াও আরও রয়েছেন তাবু, কৃতি শ্যানন, দিলজিৎ দোসাঞ্জ, কপিল শর্মা।

সেরেনগেটি থেকে সূর্যোদয়ের ছবি... 

Kareena Kapoor Vacation in Serengeti, Tanzania (Photo Credits: Instagram)

 

ছবি মুক্তির অপেক্ষায় করিনা... 

Kareena Kapoor Vacation in Serengeti, Tanzania (Photo Credits: Instagram)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)