Bhaiyya Ji Trailer:মুক্তি পেল মনোজ বাজপেয়ীর শততম ছবি 'ভাইয়া জি'-এর ট্রেলার,প্রেক্ষাগৃহে মুক্তি ২৪ মে (দেখুন ভিডিও)
অ্যাকশন-প্যাকড ট্রেলারে বাজপেয়ীর পাশাপাশি, ছবিতে সুবিন্দর পাল ভিকিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখা যাচ্ছে।এছাড়া ছবিতে জোয়া হোসেন, ভিপিন শর্মা এবং যতীন গোস্বামী মুখ্য ভূমিকায় রয়েছেন।
অপূর্ব সিং কারকি পরিচালিত, ভাইয়া জি মনোজ বাজপেয়ী এবং পরিচালক অপূর্ব সিং কারকি, প্রযোজক বিনোদ বনসালী এবং লেখক দীপক কিংরানি-সহ সিরফ এক বান্দা কাফি হ্যায়-এর পুরস্কার বিজয়ী টিমকেই দ্বিতীয়বার দেখা যেতে চলেছে মনোজ বাজপেয়ী অভিনীত তাঁর শততম ছবি " ভাইয়া জি" ছবিতে। আজ সকালেই অনুরাগীদের জন্য সামনে এসেছে ছবির আকর্ষণীয় ট্রেলার।
অ্যাকশন-প্যাকড ট্রেলারে বাজপেয়ীর পাশাপাশি, ছবিতে সুবিন্দর পাল ভিকিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখা যাচ্ছে।এছাড়া ছবিতে জোয়া হোসেন, ভিপিন শর্মা এবং যতীন গোস্বামী মুখ্য ভূমিকায় রয়েছেন। আগামী ২৪মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। তাঁর আগে আপনিও দেখে নিন সেই ট্রেলার -
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)